সিঁদুরের মান রেখেছে সেনাবাহিনী! শুধু সময়ের অপেক্ষায় প্রহর গুনছিলেন দেশের মানুষজন। আক্রমণের জবাবে প্রতি আক্রমণের পরিকল্পনা করেছিল দেশের সরকার। মঙ্গলবার গভীর রাতে তারই প্রমাণ দিল ভারতীয় সেনা জওয়ানরা। গত ২২শে এপ্রিল পহেলগাওয়ের নিরীহ হিন্দু পর্যটকদের নারকীয় হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। মঙ্গলবার গভীর রাত্রে ভারতীয় বায়ু সেনার “অপারেশন সিঁদুর” এর মিসাইল হামলায় একের পর এক পাক জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন হয়ে যায়। এই আনন্দে এদিন সকাল থেকে বিজয়োল্লাসে পথে নামের সনাতনী ঐক্য মঞ্চ ও বিজেপির কর্মী সমর্থকরা। ভারতীয় সেনার এই বীর বিক্রমের খুশিতে মেতে উঠেছেন দেশের মানুষজন। এদিন সকাল থেকে দুর্গাপুরের চন্ডীদাস বাজার সংলগ্ন এলাকায় বাদ্যযন্ত্র সহকারে পথ চলতি মানুষজনকে আলতা সিঁদুর বিতরণ করার পাশাপাশি মিষ্টি বিতরণের উদ্যোগ নেয় বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ ও বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলী। অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপি নেতা তথা বিশ্ব সনাতনী হিন্দু ঐক্যমঞ্চের সদস্য অভিজিৎ দত্ত বলেন, কিভাবে পাক জঙ্গিরা নিরস্ত্র হিন্দু পর্যটকদের নৃশংসভাবে খুন করেছিলেন তারই প্রত্যাঘাত জানিয়ে ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে।

অন্যদিকে বুধবার বিকেলে দুর্গাপুরের পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত ঐক্য মঞ্চ একটি র্যালীর আয়োজন করে। তারা সকলে পহেলগামের নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার জবাবে ভারত সরকারের এই পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন। বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সুমন্ত মন্ডল জানান, আজ ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি, গুড়িয়ে দিয়ে পহেলগামে নৃশংস পর্যটকদের উপর খুনের যোগ্য জবাব দিয়েছে।

এদিন র্যালীর শুরুতে পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা বাদ্যযন্ত্রের তলে নৃত্যের সাথে বিজয় উল্লাসে মেতে উঠেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দত্ত, অভিজিৎ রায়, বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলী, মহিলা মোর্চার নেত্রী মনীষা সিকদার ও সনাতনী ঐক্য মঞ্চের সুমন্ত মন্ডল সহ অন্যান্যরা। একইসঙ্গে বিজেপি নেতৃত্ব এবং বিশ্ব সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে পাকিস্তানি জঙ্গিদের সমুচিত শিক্ষা দিতে ভারত সরকার তৈরি আছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর