দুর্গাপুরের বিধান নগরে গ্রুপ হাউজিং ময়দানে চলছে ষষ্ঠ বর্ষ দুর্গাপুর সাব-ডিভিশন মহিলা ফুটবল লীগ। শুক্রবার এই মহিলা ফুটবল লিগে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার বনাম পান্ডবেশ্বর ফুটবল একাডেমী। মূল পর্বে খেলাটি গোলশূণ্য অবস্থায় শেষ হয়েছে।

এই খেলায় সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন পান্ডবেশ্বর ফুটবল একাডেমীর কোয়েল বাউড়ী। আজকের খেলাটি মাঠে পরিচালনা করেছেন বিট্টু থাপা, তারকনাথ ঠাকুর এবং বিপিন মন্ডল। আগামী ১০ ই জানুয়ারি দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যানস্ ক্লাব এবং দুর্গাপুর এক্সপ্লেয়ার্স এসোসিয়েশন পরস্পর প্রতিদ্বন্দ্বীতা করতে মাঠে নামবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

