আইপিএল অবহে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। বাড়তি উৎসাহ কাঁকসার বিষ্ণুপুরে। কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে বিষ্ণুপুর ক্রিকেট দলের উদ্যোগে কয়েকমাস আগে শুরু হয়েছিল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার অনুষ্ঠিত হল চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়েছিল দুর্গাপুর ফরিদপুরের নবঘনপুর ও কাঁকসার রক্ষিতপুর। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রক্ষিতপুর। খেলাটি ১২ওভারের হয়। ১১ ওভার শেষে সব উইকেট হারিয়ে রক্ষিতপুর ১১৪রান করে। ব্যাট করতে নেমে ৭.৪ওভারে ৫৬রান করে সব উইকেট হারিয়ে রানার্স নির্বাচিত হয়। এই টুর্নামেন্ট রক্ষিতপুর ৫৮ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন ঘোষিত হয়। এই খেলায় ম্যান অফ দা ম্যাচ হয় রক্ষিতপুরের মিন্টু ঘোষ।

রানার্স এবং উইনার্স দুই দলকেই নগদ অর্থ এবং আকর্ষণীয় ট্রফি দেওয়া হয়। কয়েকশো দর্শকের উপস্থিতি ছিল। চরম উৎসাহ ছিল ওটা এলাকাবাসীর মধ্যে। উদ্যোক্তা কৌশিক ঘোষ বলেন,”২,মাস ধরে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট টি চলছিল। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। এলাকাবাসীর মধ্যে বাড়তি উৎসাহ ছিল। এই টুর্নামেন্ট রানার্স, উইনার্স দুই দলকে নগদ অর্থ এবং সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যানকে পুরস্কার দেওয়া হয়। মাঠে উপস্থিত ক্রীড়া উৎসাহী দর্শকরা খুবই আনন্দের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের খেলাটি উপভোগ করেন।
ব্যুরো রিপোর্ট, Lcw India কাঁকসা