spot_img
Monday, January 12, 2026
Durgapur
clear sky
18.4 ° C
18.4 °
18.4 °
32 %
3.3kmh
0 %
Mon
18 °
Tue
26 °
Wed
26 °
Thu
26 °
Fri
26 °
Homeদুর্গাপুরজেলা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি পদে পুনঃনির্বাচিত সঞ্জীব কুণ্ডু

জেলা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি পদে পুনঃনির্বাচিত সঞ্জীব কুণ্ডু

-

সহজাত নেতৃত্ব গুণ, বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ ও কর্মদক্ষতার জুড়ে ই বারবার পাদপ্রদীপের আলোয় উঠে আসছেন দুর্গাপুরের তরুণ আইনজীবী সঞ্জীব কুন্ডু।  সর্বসম্মতিক্রমে এ বছরও তিনি পশ্চিম বর্ধমান জেলার মতুয়া মহাসংঘের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের আশীর্বাদ পুষ্ট ও ঘনিষ্ঠ এই তরুণ নেতৃত্বের উপর জেলা সংগঠনের দায়িত্ব অর্পণ করে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর নেতৃত্বে বিগত দিনগুলিতে জেলা সংগঠন সম্মানজনক উচ্চতায় পৌঁছে যে বলে মত সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যদের।

উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন সঞ্জীব কুন্ডু, গত বছরের দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে ঐতিহাসিক জয়লাভ করেন তিনি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পুনঃনির্বাচনের পর সঞ্জীব কুন্ডু জানান আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনি জেলার মতুয়া সমাজের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যেতে চান। যারা এখনো পিছিয়ে রয়েছেন তাদের মূল স্রোতে ফেরানোর লক্ষ্যে সংগঠনকে আরও সক্রিয় করা হবে।

দ্বিতীয়বার জেলা সভাপতি পদে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা। অগণিত শুভানুধ্যায়ীর আশীর্বাদকে পাথেয় করে নতুন চ্যালেঞ্জ নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য নির্বাচিত জেলা সভাপতি সঞ্জীব কুন্ডু।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts