spot_img
Thursday, January 22, 2026
Durgapur
haze
26.2 ° C
26.2 °
26.2 °
24 %
2.6kmh
0 %
Thu
28 °
Fri
28 °
Sat
30 °
Sun
31 °
Mon
30 °
Homeভারতআহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬৯ জনের মর্মান্তিক মৃত্যু

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬৯ জনের মর্মান্তিক মৃত্যু

-

আহমেদাবাদ শহরে ঘটে গেল ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ১২ই জুন সকালে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার AI-171 নম্বর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। দুর্ঘটনাটি ঘটে বিখ্যাত বি. জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর, যেখানে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু। দুঃখজনকভাবে, ২৪১ জনের মৃত্যু হয়েছে এবং দুর্ঘটনাস্থলে আরও ২৮ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আগুন দ্রুত গোটা এলাকা গ্রাস করে নেয়, এবং উদ্ধারকাজ ব্যাহত হয়।

চমকপ্রদভাবে, একজন ব্রিটিশ নাগরিক – বিষ্ণু রমেশ – এই দুর্ঘটনা থেকে জীবিত বেরিয়ে আসেন। বর্তমানে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে জানা গেছে বিমানটি মাত্র ৬২৫ ফুট উচ্চতা পর্যন্ত উঠেছিল এবং তখনও তার ল্যান্ডিং গিয়ার ও ফ্ল্যাপ নিচে ছিল।

এই ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক আন্তর্জাতিক নেতা, যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রাজা চার্লস তৃতীয় শোকবার্তা পাঠিয়েছেন। বোয়িং সংস্থা এবং ভারতের DGCA যৌথভাবে তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার আধুনিকীকরণের প্রেক্ষাপটে এই দুর্ঘটনা প্রতিষ্ঠানটির জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।

সমরেন্দ্র দাস, Lcw India

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts