১৯৬০ সাল থেকে চলা সুব্রত কাপ ভারতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় স্কুল ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন রাজ্যের বাছাই করা স্কুল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অনেক জাতীয় এবং পেশাদার ফুটবলার এই টুর্নামেন্ট থেকেই উঠে এসেছে। যেমন বাইচুং ভুটিয়া, গুরপ্রীত সিং সান্ধু’র মত ফুটবলাররা। এটি খেলোয়াড়দের স্কাউটিং এবং জাতীয় ও ক্লাব স্তরের সুযোগের প্লাটফর্ম। পশ্চিম বর্ধমান জেলায় ৬৪তম সুব্রত কাপ টুর্নামেন্ট চলছে। এই উপলক্ষে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জেলা স্তরে খেলায় আগামী ২৫ শে জুন অংশগ্রহণ করবে। তাদের শেষ মুহূর্তের প্র্যাকটিস দেখতে আমরা পৌঁছেছিলাম নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে। সেখানে প্র্যাকটিস শেষে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সঞ্জয় কুমার সাইনি জানান তাদের ছেলেরা প্রস্তুত এবং আগামী কাল রওনা দেবে আসানসোলে মহিশিলা কলোনি ফুটবল ময়দানে সেখান থেকে চ্যাম্পিয়ন হলেই তারা রাজ্যস্তরে খেলার সুযোগ পাবে।

একইসঙ্গে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের অনূর্ধ্ব ১৫ ফুটবল টিমের অধিনায়ক রণ কুমার ঠাকুর জানায়, তাদের টিম তৈরি হয়েছে খেলার মাঠে ১০০ শতাংশ উজাড় করে দেবে, জয়ের জন্য।

সুব্রত কাপ সুব্রত কাপ শুধু একটি স্কুল পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট নয় ভারতের গ্রাস রোড ফুটবলের অন্যতম প্রেরণার ক্ষেত্রে যেখানে বহু বিখ্যাত ফুটবল তারকা প্রথম সুযোগ পেয়েছিলেন সম্প্রতি এই প্রতিযোগিতার মান ও সুনাম অটল রয়েছে। সুব্রত কাপ শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয় বরং এটি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রতিভা চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ ধাপ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর