দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু ইনডোর স্টেডিয়ামে আজ শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই শিবিরে মোট ৫৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, যা দুর্গাপুর হাসপাতালে হাতে তুলে দেওয়া হয়েছে। আয়োজকদের মতে সংগৃহীত এই রক্ত ভবিষ্যতে জরুরি চিকিৎসা ক্ষেত্রে বহু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরের অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন মহানগরীকে অপূর্ব মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআই(এ) রণবীর বাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরের সভাপতি তমাল ভট্টাচার্য জানান, “শ্রী শ্রী রাম ঠাকুরের ভক্তবৃন্দ ভক্তি ও ভাবাবেগ ছাড়াও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আবদ্ধ রয়েছে আর সেই সূত্র ধরে আজ এই রক্তদান শিবিরের আয়োজন।”

রক্তদান শিবিরের পাশাপাশি আজকের অনুষ্ঠানে এক মানবিক উদ্যোগে ও সাক্ষী থাকলেন দুর্গাপুরবাসী। প্রায় দুই বছর আগে গান্ধী মোড় এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের একটি পা কেটে বাদ যায়। শারীরিক অক্ষমতার কারণে তিনি বর্তমানে ভিক্ষে করে জীবন যাপন করতে বাধ্য হন এই যুবকের দুরবস্থার কথা জানতে পেরে দুর্গাপুর শ্রীশ্রীরাম ঠাকুর আশ্রমের পক্ষ থেকে তাকে একটি ট্রাইসাইকেল দেওয়া হয়।

এর ফলে তিনি স্বনির্ভরভাবে চলাফেরা করতে পারবেন, এবং স্বাভাবিক জীবনে ফেরার পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদী উদ্যোক্তারা। এই ধরনের সমাজ সেবামূলক উদ্যোগে খুশির স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, রক্তদান ও মানবিক সহায়তায় মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো দুর্গাপুর শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

