দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের অধীন কুরুরিয়া ডাঙ্গার নিউ বেঙ্গল ক্লাবের পরিচালনায় স্বর্গীয় দিলীপ দাস, কৈলাস সিং, বসন্ত রায় ও লক্ষ্মী চক্রবর্তী এক দিবসীয় মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে দুর্গাপুরের আটটি খ্যাতনামা ফুটবল দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্যরা। সকল অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সভাপতি ব্রজেশ্বর সিং জানান, টুর্নামেন্ট ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করল। আগামী দিনে এই টুর্নামেন্টটি আরো বড় আকারে করার ইচ্ছে প্রকাশ করেন।

সকাল থেকে এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে রুদ্রনীল ফাইভ স্টার এবং অয়ন্তিকা ফ্রেন্ডস চূড়ান্ত পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করে।চূড়ান্ত পর্যায়ের খেলায় দুটি দলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। খেলার নির্ধারিত সময়ে কোন দলই কোন গোল করতে না পারায় খেলার ফলাফল নিষ্পত্তি করতে ম্যাচ পরিচালকরা টাই ব্রেকারের সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে টাইব্রেকারে রুদ্রনীল ফাইভ স্টার ৩-২ গোলে অয়ন্তিকা ফ্রেন্ডসকে পরাজিত করে ২০২৫ এর চ্যাম্পিয়ন ঘোষিত হয়।

এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে রুদ্রনীল ফাইভ স্টারের মলয়, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক অয়ন্তিকা ফ্রেন্ডসের গোলরক্ষক শাকিল, টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার রুদ্রনীল ফাইভস্টারের সমর, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রুদ্রনীল ফাইভস্টারের মলয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে রুদ্রনীল ফাইভ স্টার ক্লাবের গোলরক্ষক দেবদাস। টুর্নামেন্টের রানার্স দলের হাতে ৩০ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং উইনার্স দলের হাতে ৪০ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও চূড়ান্ত পর্যায়ে দুটি দলের খেলোয়াড়দের মেডেল দেওয়া হয়। টুর্নামেন্টের প্রতিটি খেলা দেখতে মাঠে উপস্থিত ছিল কয়েক হাজার ফুটবল উৎসাহী ক্রীড়া প্রেমী দর্শক। ক্লাব সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় টুর্নামেন্ট টি সফলভাবে সমাপ্ত হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর