spot_img
Wednesday, September 3, 2025
Durgapur
haze
32.2 ° C
32.2 °
32.2 °
66 %
6.7kmh
40 %
Wed
31 °
Thu
32 °
Fri
32 °
Sat
34 °
Sun
34 °
Homeখেলাকলকাতার নতুন স্বপ্ন : ইউনাইটেড কলকাতার স্পোর্টস ক্লাব (UKSC) ফুটবলের পুনর্জাগরণ

কলকাতার নতুন স্বপ্ন : ইউনাইটেড কলকাতার স্পোর্টস ক্লাব (UKSC) ফুটবলের পুনর্জাগরণ

-

কলকাতার বাতাসে, চায়ের কাপে, পাড়ার মোড়ে – ফুটবল যেন একটা আবেগে ভরা জীবনধারা। এই শহর মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের মতন ঐতিহ্যবাহী তাদের জন্ম দিয়েছে। তবে সময়ের সাথে ফুটবলের চাহিদা ও ধরন বদলেছে,আর সেই পরিবর্তনের ধারায় এক নতুন নাম উঠে এসেছে — ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব(UKSC)।

ইউকেএসসি র পথ চলা শুরু হয় ২০২৪ সালে। শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয় এটি আধুনিক স্পোর্টস মডেলের প্রতীক, যা কলকাতার ঐতিহ্য এবং ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে চায়। ক্লাবের লোগোতে হাওড়া ব্রিজ ও ট্রামের প্রতিচ্ছবি যেন এটাই বোঝাতে চায় যে, UKSC কলকাতার মাটি থেকে উঠে আসা, কিন্তু তার দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক। এই ক্লাবের পেছনে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ, যারা শিক্ষাক্ষেত্রের অভিজ্ঞতা থেকে এবার ক্রীড়াক্ষেত্রে ও আধুনিক দৃষ্টিভঙ্গি আনতে চায়।

প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে ইউকেএসসি কলকাতা নিগে অংশ নেয়। এরপর ২০২৪ সালে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হয়। বর্তমানে যেখানে অনেক ক্লাব আজ পুরনো খ্যাতি ধরে রাখতে ব্যস্ত সেখানে ইউ কে এস সি ভবিষ্যতের দিকে তাকিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কলকাতার ফুটবল চর্চা সংস্কৃতি ও প্রতিভা বিকাশের এমন ক্লাবের প্রয়োজন ছিল। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব হয়তো সেই পরিবর্তনের সূচনা করেছে। ইউকেএসসি ফুটবলারদের সাফল্যের পাশাপাশি তারা তৈরি করতে চায় ভবিষ্যতের তারকা। পুরো কলেজ পর্যায়ে থেকে খেলোয়াড় বাছাই করা। ইউপিএসসি আসন্ন মৌসুমে মরশুমের লক্ষ্য খুবই স্পষ্ট সিএফএল প্রিমিয়ার ডিভিশন টাইটেল ধরে রাখা ও জাতীয় পর্যায়ে ক্লাবটিকে প্রতিষ্ঠিত করা।

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts