দুর্গাপুর শিল্পাঞ্চলের মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের বিশ্বাস ও ভরসা একমাত্র প্রতিষ্ঠান অনুর াগ অনুরাগ ইনফোমার্ট এ অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ভিভো ভি-60 স্মার্টফোনের শুভ উদ্বোধন এদের বিশেষ আকর্ষণে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। এদিন কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন অভিনেত্রী দর্শনা বণিক। এরপর অনুরাগ ইনফোমার্টের পক্ষ থেকে অভিনেত্রীকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে তিনি নিজে হাতে পাঁচ জন লাকি কাস্টমারের হাতে তুলে দেন নতুন ভিভো v60 স্মার্টফোন। উপস্থিত ক্রেতা ও জনতার উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, দুর্গাপুর আমার খুব প্রিয় শহর, বহুবার এসেছি যখনই ডাক পাব আবারও আসবো।

নতুন এই স্মার্টফোন প্রসঙ্গে দর্শনা জানান ভিভো V 60 অত্যাধুনিক এআই ক্যামেরার ফিচার নিয়ে এসেছে যা বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফির জন্য আদর্শ। শহরের ক্রেতারা অনুরাগ ইনফোমার্ট এবং সমির ডিজিটালের মোবাইল শোরুম থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এই মডেলটি। টলিউড অভিনেত্রী হাত থেকে নতুন আকাঙ্ক্ষিত মোবাইলটি পেয়ে কি প্রতিক্রিয়া দিলেন আজকের ক্রেতারা শোনাবো আপনাদের।

আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে অভিনেত্রী দর্শনা বনিক সকল ক্রেতা সাধারণের উদ্দেশ্যে আহ্বান জানান নতুন ভিভো V 60 র সাথে উৎসবের আনন্দকে আরো বহুগুণে উপভোগ করার জন্য।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর