spot_img
Saturday, January 10, 2026
Durgapur
clear sky
17.1 ° C
17.1 °
17.1 °
26 %
3kmh
0 %
Sat
16 °
Sun
26 °
Mon
27 °
Tue
26 °
Wed
27 °
Homeখেলাসাফল্যের সঙ্গে অনুষ্ঠিত সারা বাংলা দিবা রাত্রি ক্যারাম প্রতিযোগিতা

সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত সারা বাংলা দিবা রাত্রি ক্যারাম প্রতিযোগিতা

-

দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের অধীন গণেশ স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ দিবারাত্রি সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার মোট ৬৪ টি দল অংশগ্রহণ করে। দুই বর্ধমান জেলার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বীরভূম সহ অন্যান্য জেলার শক্তিশালী দলগুলির উপস্থিতিতে প্রতিযোগিতাটি বিশেষ মাত্রা পায়। লীগ পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দলগুলি একে অপরের বিরুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াইয়ে  অবতীর্ণ হয়। ক্যারাম প্রেমী দর্শকদের উপস্থিতিতে গোটা টুর্নামেন্ট জুড়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। প্রতিযোগিতা প্রসঙ্গে গণেশ স্মৃতি সংঘের ক্রীড়া সম্পাদক প্রতাপ বাউরী জানান, “এই টুর্নামেন্ট এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করা ইচ্ছা রয়েছে আমাদের। ক্যারাম খেলাকে সাধারণ মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

পুরস্কার হিসেবে বিজয়ী দলের জন্য রাখা হয়, ৪০ হাজার টাকা নগদ ও একটি সুদৃশ্য ট্রফি, রানার্স দল পায় ৩০ হাজার টাকা ও ট্রফি। এছাড়াও দুটি সেমিফাইনালিস্ট দলের জন্য ছিল পাঁচ হাজার টাকা করে নগদ পুরস্কার। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ সহ একাধিক বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এদিন সন্ধ্যায় গণেশ স্মৃতি সংঘের অন্যতম ক্রীড়া সংগঠক দেবরাজ চক্রবর্তী প্রথম বোর্ডের ম্যান অফ দ্যা ম্যাচকে পুরস্কৃত করেন। আয়োজকদের এই উদ্যোগে ক্যারাম খেলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে বলেই মনে করছেন ক্রীড়ামহল।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts