spot_img
Thursday, January 15, 2026
Durgapur
mist
9.2 ° C
9.2 °
9.2 °
93 %
2.6kmh
0 %
Thu
24 °
Fri
26 °
Sat
26 °
Sun
28 °
Mon
28 °
Homeখেলাদুর্গাপুরে প্রথম আন্তর্জাতিক ম্যারাথন - স্পোর্টস কার্নিভালের অংশ

দুর্গাপুরে প্রথম আন্তর্জাতিক ম্যারাথন – স্পোর্টস কার্নিভালের অংশ

-

ভারতের ক্রীড়া মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে দুর্গাপুর লালবাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল। ২০২৬ এর অংশ হিসেবে প্রথম বারের মতো আয়োজিত হতে চলেছে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৬। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দুর্গাপুর। এর উপর একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৩ ই জানুয়ারি।

রান ফর ইউনিটি স্লোগানকে সামনে রেখে আগামী রবিবার অর্থাৎ ২৫শে জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। দেশ ও বিদেশ থেকে বিপুল সংখ্যক দৌড়বিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে আয়োজকদের আশা। ম্যারাথনে থাকছে চারটি বিভাগ —

✓ ২১ কিলোমিটার (হাফ ম্যারাথন)

✓১০ কিলোমিটার

✓৫ কিলোমিটার

✓২ কিলোমিটার (ফান রান)

২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার বিভাগে মোট পাঁচ লক্ষ টাকার পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে অংশগ্রহণকারী সকল দৌড়বিদ পাবেন অফিশিয়াল টি-শার্ট, ফিনিশার মেডেল এবং ডিজিটাল টাইমড সার্টিফিকেট। এই ম্যারাথন লালবাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৬এর অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও স্পোর্টস কার্নিভালে ব্যাডমিন্টন, বাস্কেটবল, খো খো, টেবিল টেনিস, ব্রিজ, ফুটবল ও ক্রিকেট সহ বিভিন্ন আউটডোর খেলায় পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই উদ্যোগকে আরো শক্তিশালী করতে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের সমর্থন জানিয়েছেন। লালবাবা রাইসের পক্ষ থেকে পার্থসারথি নন্দী বলেন, “খেলাধুলা শুধু শক্তিশালী ক্রীড়াবিদই নয়, শক্তিশালী মানুষ গড়ে  তোলে। এই ম্যারাথন ও স্পোর্টস কার্নিভালের মাধ্যমে আমরা সুস্থ ও ঐক্যবদ্ধ যুব সমৃদ্ধি সমাজ গঠনে অবদান রাখতে চাই।”

দুর্গাপুর ক্লাব সমন্বয়ে সভাপতি সন্দীপ দে জানান, “এই আন্তর্জাতিক ম্যারাথন ও স্পোর্টস কার্নিভাল দুর্গাপুরে একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি করে তুলতে এবং আগামী প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে অনুপ্রাণিত করতে আমাদের একান্ত উদ্যোগ।”

২৫ শে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার জোশ ব্যারিত অ্যালভিটো দিক কুনহা চলচ্চিত্র অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় মিস ইন্ডিয়া সাইনি সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী লালবাবা রাইসের ডিরেক্টর টাইটেল স্পন্সর পার্থসারথি নন্দী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে এবং রেস ডিরেক্টর প্রশান্ত সাহা। এছাড়াও ১লা ফেব্রুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts