spot_img
Thursday, January 15, 2026
Durgapur
mist
9.2 ° C
9.2 °
9.2 °
93 %
2.6kmh
0 %
Thu
24 °
Fri
26 °
Sat
26 °
Sun
28 °
Mon
28 °
Homeসর্বশেষপ্রেমঘটিত কারণে মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

প্রেমঘটিত কারণে মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

-

দুর্গাপুরের এজনের নর্থ এভিনিউ এলাকার এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল ছড়িয়েছে বুধবার ভোরে বাড়ীর বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ মৃত যুবকের নাম শ্রেয় শর্মা (২৫)। যুবক বেসরকারি সংস্থা কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায় বুধবার ভোর পাঁচটা নাগাদ পরিবারের সদস্যরা বাথরুমের শ্রেয়র ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিক্ষকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ কোক ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় ৭-৮ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল শ্রেয়র। সম্প্রতিককালে দুজনের মধ্যে মনোমালিন্য অশান্তি বাড়ছিল বলে দাবি পরিবারের শ্রেয়র দিদি পূজা শর্মার অভিযোগ ফোনে কথা বলার সময় তার ভাইয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি শ্রেয় বিয়ের প্রস্তাব দিলে যুবতীর পরিবার থেকে তা না খোঁজ করে দেয় সেই ঘটনার পর থেকেই মানসিক অবসাদের হোক জীবন তিনি। পরিবারের অভিযোগ এই মানসিক তার মৃত্যুর কারণ হতে পারে। অন্যদিকে শ্রেয় র কাকা প্রদীপ শর্মা বলেন, সকালে মর্নিং শিফট ডিউটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন; তখন তার পরিবারে বলেন বাথরুমে ভাইপো গেছে, কোন সাড়া দিচ্ছে না। তড়িঘড়ি বাথরুমে দরজা খুলে শ্রেয় র দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার জন্য পাঠিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেম ঘটিত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করছে পুলিশ যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts