spot_img
Monday, July 7, 2025
Durgapur
haze
30.2 ° C
30.2 °
30.2 °
74 %
4.6kmh
75 %
Mon
29 °
Tue
33 °
Wed
30 °
Thu
33 °
Fri
33 °
Homeদুর্গাপুরMath Mind Abacus দেখাচ্ছে গণিতের নতুন দিগন্ত!

Math Mind Abacus দেখাচ্ছে গণিতের নতুন দিগন্ত!

-

আপনার সন্তানের কি গণিতে মন বসছে না? গণিতে অনিহা? এখন এই সব অতীত! আপনার সন্তানের গণিতের সমস্যা সমাধান করবে Math Mind Abacus B – Zone, এখানে ৪ বছর থেকে ১৪ বছরের শিশুদের গনিতের ব্রেইন জিম। এখানে আপনার শিশুর মনে গণিতের প্রতি ভালোবাসা জন্মাবে। এটি একটি ব্রেইন ডেভেলপমেন্ট স্কিল। Math Mind Abacus বি জোন এর উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন স্কুল সহ বিহার ও  ঝাড়খণ্ডের শিশুদের নিয়ে  গণিতের ওপর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়। ম্যাথ মাইন্ড অ্যাবাকাস বি জোনের এই সেন্টারে প্রশিক্ষণ নেওয়ার পরে শিশুদের কি ধরনের মস্তিষ্কের বিকাশ ঘটেছে এবং এর পাশাপাশি শিশুরা কতটা গণিতকে ভালোবেসেছে সেই সম্বন্ধে অভিভাবকরা কি জানাচ্ছেন। শোনাবো আপনাদের।

বিগত তিন বছর ধরে MMA বি – জোন শাখায় শিশুদের প্রতি অতি যত্ন সহকারে গণিতের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে ম্যাথ মাইন্ড অ্যাবাকাসের মার্কেটিং হেড শৈবাল সেন শর্মা জানান তারা মূলত গণিতের উপর চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন।

আপনিও যদি আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে চান এবং গণিতের প্রতি ভালোবাসা গড়ে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন দুর্গাপুরের বি জোনের মাইন্ড অ্যাবাকাস সেন্টারে। ম্যাথ মাইন্ড অ্যাবাকাসের ঠিকানা ১/১৫ কৃত্তিবাস রোড (সাউথ), বি জোন, দুর্গাপুর ৭১৩২০৫ ।

এছাড়াও ম্যাচ পয়েন্ট ম্যাথ মাইন্ড অ্যাবাকাসের নতুন সেন্টার ১৯, নম্বর স্ট্রিট দয়ানন্দ রোড, এ জোন, দুর্গাপুর – ৭১৩২০৪ । এ ছাড়াও যোগাযোগ করুন : 9635734848 / 9635932151 নম্বরে। বুদ্ধির খেলা অংকের মজা – Math Mind Abacus দিচ্ছে নতুন দিগন্ত! Abacus শেখার মাধ্যমে গড়ে তুলুন আপনার সন্তানের আত্মবিশ্বাস ও লজিক্যাল স্কিল! Math Mind Abacus এর শাখায় আপনার সন্তানের গণিতের প্রতি ভীতি কাটাতে আজই প্রশিক্ষণের জন্য যোগাযোগ করুন। Math “Mind Abacus এ  প্রশিক্ষণ মানেই গণিতের ভীতিতে ইতি”!

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts