spot_img
Friday, January 16, 2026
Durgapur
mist
13.2 ° C
13.2 °
13.2 °
76 %
1kmh
0 %
Fri
25 °
Sat
26 °
Sun
28 °
Mon
30 °
Tue
31 °
Homeখেলাস্বর্গীয় চিরঞ্জিব মুসিব ও প্রণয় দে মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়ন "অয়ন্তিকা ফ্রেন্ডস"

স্বর্গীয় চিরঞ্জিব মুসিব ও প্রণয় দে মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়ন “অয়ন্তিকা ফ্রেন্ডস”

-

দুর্গাপুরে অশোক এভিনিউর “আমাদের একলা ঘর” পরিচালিত দুই রাত্রিব্যাপী চলা স্বর্গীয় চিরঞ্জীব মুসিব ও প্রণয় দে মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয় শনিবার রাত্রি ৯ ঘটিকায়। এই চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুরের নিউটন ইয়ংস কর্নার এবং অয়ন্তিকা ফ্রেন্ডস। চূড়ান্ত পর্যায়ে খেলা শুরু আগে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৭ মহিলাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। এই ম্যাচে অংশগ্রহণ করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এবং নিবেদিতা কোচিং ক্যাম্প। এই খেলায় ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা দল নিবেদিতা কোচিং ক্যাম্প কে ২-০ গোলে পরাজিত করে। দু দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ে খেলা শুরুর আগে দুর্গাপুরের একসময়ের সেরা ফুটবলার  সুভাষ সিং বলেন, “খেলায় হার জিত তো আছেই, কিন্তু সব শেষে ফুটবলের জয় হয়।”

অন্যদিকে এই ধরনের টুর্নামেন্ট পরিচালনা করে আমাদের একলা ঘরের এক সদস্য জানান, বিগত চার বছর ধরে এই টুর্নামেন্ট দিনের বেলায় অনুষ্ঠিত হতো দর্শক এবং এলাকাবাসীর অনুরোধে এবার থেকে এই টুর্নামেন্ট নৈশালোকে অনুষ্ঠিত করা হলো।

এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত চূড়ান্ত পর্যায়ের খেলা। খেলার শুরু থেকেই ঝাঁজ বাড়াতে শুরু করে অয়ন্তিকা ফ্রেন্ডসের ফুটবলাররা।  আর এর ফলস্বরূপ খেলার প্রথমার্ধে একটি গোল করে দলকে এগিয়ে দেয়। বিরতির পর শুরু হয় দ্বিতীয় আর্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কিছুটা চাপে রাখার চেষ্টা করে নিউটন ইয়ংস কর্নারের ফুটবলাররা। কিন্তু সেই প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘুরে দাঁড়িয়ে আবার আক্রমণে গিয়ে গোল করে অয়ন্তিকা ফ্রেন্ডস। খেলার শেষ বাঁশি বাজায় অয়ন্তিকা ফ্রেন্ডস ২- ০ গোলে নিউটন ইয়ংস কর্নার কে পরাজিত করে ২০২৫ এর চ্যাম্পিয়ন এর মুকুট ছিনিয়ে নেয়। এরপর পুরস্কার বিতরণীর পালা – রানার্স দলের হাতে ৪০ হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি ও উইনার্স দলের হাতে ৭০ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়।

পাশাপাশি এই টুর্নামেন্টে সেরা গোলকিপারের শিরোপা উঠে আসে অয়ন্তিকা ফ্রেন্ডসের গোলকিপার ‘রাকেশ বাহাদুর’এর হাতে চূড়ান্ত পর্যায়ের ম্যান অফ দ্যা ম্যাচের বিদেশি খেলোয়াড় ‘কন্টিনেন্টাল’ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নিউটনের আক্রমণ ভাগের বিদেশি খেলোয়াড় ‘বিসমার্ক’ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় নিউটন ইয়ংস কর্নারের বিদেশী খেলোয়াড় ‘ফ্রেড ‘ । আমাদের একলা ঘর এর সদস্যরা শুধুমাত্র ফুটবল টুর্নামেন্টের আয়োজনই করেনি, এর পাশাপাশি তারা এলাকার  ৫০ জন অসহায় দুঃস্থ মানুষদের হাতে  শীত শীতবস্ত্র কম্বল তুলে দিয়ে মানবিকতার এক নজির স্থাপন করল।

সমরেন্দ্র দাস,Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts