ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি — এই সময়টা বনভোজন যেন বাঙালির এক আলাদা উৎসব। কিন্তু উৎসবের এই আনন্দের সমাজের প্রান্তিক মানুষেরাও যে সমানভাবে অংশীদার হতে পারেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল দুর্গাপুরের ফিউশন বিপিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন রাইজ অফ অ্যাকটিভিউ।

সম্প্রতি সম্প্রতি দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমলপুরে দাসীর বাঁধ লট এলাকায় প্রান্তিক আদিবাসী সমাজের মানুষদের নিয়ে এক বিশেষ বনভোজনের আয়োজন করা হয়। এদিন প্রায় ৩০০ জন মানুষকে পেট ভরে খাওয়ানোর পাশাপাশি কনকনে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে তাদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র।

শুধু তাই নয়, এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতে দেওয়া হয় নতুন জামা কাপড়। এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে ফিউশন এর প্রতিনিধি রাজা রায় জানান, “আমরা প্রতিবছরই আমাদের সিএসআর প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের লক্ষ্য।”

অন্যদিকে রাইজ অফ অ্যাকটিভিউর সদস্যা অর্চনা রায় বলেন, “২০১৬ সাল থেকেই আমাদের সংগঠন সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের জন্য কাজ করেছে আসছে। আজ ফিউশন এর সহযোগিতায় আরও একটি মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত।”
এই দিনে শুধু খাবার বা বস্ত্র নয়, প্রান্তিক মানুষদের সঙ্গে সময় কাটানো তাদের হাসি কান্না ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে প্রকৃত মানবিকতার পরিচয় মিলেছে শীতের সকালে বনভোজনের আনন্দ শিশুদের নতুন পোশাকের উচ্ছ্বাস আর প্রবীনদের চোখে কৃতজ্ঞতার জল — সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল এক অনন্য মানবিক উৎসব।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

