দুর্গাপুরে আইনস্টাইন – জেসি বোস অঞ্চলে শ্রীপল্লী এলাকায় জেসি বোস সানরাইজ ক্লাবের পরিচালনায় ৪ ই এপ্রিল চলা “আইনস্টাইন জেসি বোস ক্রিকেট প্রিমিয়ার লীগ” ২০২৫, সিজন 2 এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১১ ই মে অর্থাৎ রবিবার বিকেলে। মোট আটটি দল নিয়ে লিগ পর্যায়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে জে সি বোস ইয়ংস্টার এবং জে সি বোস ডেয়ারডেভিল চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

চূড়ান্ত পর্যায়ের খেলায় ডেয়ার ডেভিল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এরপর ব্যাট করতে নেমে ডেয়ার ডেভিল নির্দিষ্ট ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান করে। জয়ের জন্য ১২১ রান করার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইয়ং স্টার ৫ উইকেট হারিয়ে রান ১২৪ রান সংগ্রহ করে। ৫ উইকেটে জয়ী হয়ে ২০২৫ এর আইনস্টাইন জেসি বোস ক্রিকেট প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইয়ং স্টার। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ইয়ং স্টার ক্লাবের অল রাউন্ডার মানস দাস, চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ইয়ং স্টার ক্লাবের সঞ্জিত লোহার। উইনারস্ দলকে ১২ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলের হাতে ১০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। বেস্ট ব্যাটস ম্যান নির্বাচিত হন ডেয়ার ডেভিল দলের ভরত যাদব, বেস্ট বোলার ইয়ংস্টার এর মানস দাস সহ অন্যান্য পুরস্কার দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী। এদিন প্রচন্ড গরমকে উপেক্ষা করেও এলাকার ক্রীড়া উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।