spot_img
Saturday, October 25, 2025
Durgapur
clear sky
23 ° C
23 °
23 °
72 %
0.8kmh
0 %
Sat
31 °
Sun
32 °
Mon
32 °
Tue
32 °
Wed
31 °
Homeদুর্গাপুরসুবর্ণ জয়ন্তীতে "রুদ্রেশ্বরী" মন্দিরের আদলে নির্মিত হবে মন্ডপ

সুবর্ণ জয়ন্তীতে “রুদ্রেশ্বরী” মন্দিরের আদলে নির্মিত হবে মন্ডপ

-

দুর্গাপুরের উৎসব মানে শুধু আনন্দ নয় এর সঙ্গে জড়িয়ে থাকে সমাজ জীবন ঐতিহ্য ও আবেগ শহরের ১০ নম্বর ওয়ার্ডের অশোক এভিনিউর অন্যতম প্রাচীন সংগঠন অভিযান ক্লাব এ বছর পা দিল তাদের সুবর্ণজয়ন্তী বর্ষে। পঞ্চাশ বছরের গৌরবময় এই যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে শুরু হল কালীপুজোর প্রস্তুতি। গণেশ চতুর্থীর শুভ তিথিতে ঢাকের বাজনা আর পুরোহিতের বৈদিক মন্ত্রচ্চারণে অনুষ্ঠিত হয় কালীপুজোর খুঁটিপুজো, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ক্লাব সভাপতি নিখিল নায়েক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 

খুঁটি পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সুবর্ণজয়ন্তী বর্ষের মন্ডপ নির্মাণের কাজ। সভাপতি নিখিল নায়েক বলেন অভিযান ক্লাবের এই ৫০ বছরের যাত্রা কেবল পূজা বা উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের ক্লাবের প্রতিটি সদস্য সারা বছর ধরে খেলাধুলা থেকে শুরু করে নানান সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। সুবর্ণ জয়ন্তী বর্ষে  দুর্গাপুরবাসীকে আমরা উপহার দিতে চাই এক স্মরণীয় কালীপুজো।

অভিযান ক্লাবের এ বছরের থিম – “রুদ্রেশ্বরী মন্দির” ঐতিহ্যবাহী এই স্থাপত্যের আদলে গড়ে উঠবে মন্ডপ যার সঙ্গে থাকবে মানানসই শ্যামা প্রতিমা। বাড়ির বাজেট ১৭ লক্ষ টাকা।  ক্লাব কর্তৃপক্ষের আশা এই বিশেষ থিম শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যই নয় ভক্তি ও শ্রদ্ধার আবহাওয়া সৃষ্টি করবে। শুধু কালীপূজা নয় অভিযান ক্লাব দীর্ঘদিন ধরে দুর্গাপুরে সামাজিক সেবা ক্রীড়া ও সাংস্কৃতির কার্যক্রমের মাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করেছে তাই পুজোতে ও তারা শুধু আরম্বর নয় সমাজসেবার বার্তাও পৌঁছে দিতে চায়।

অভিযান ক্লাবের সুবর্ণজয়ন্তীর এই কালীপুজো নিয়ে ইতিমধ্যেই শহর জুড়ে উৎসাহের সঞ্চার হয়েছে স্থানীয়রা মনে করছেন রুদ্রেশ্বরী মন্দিরের আদলে সাজানো মন্ডল ঐতিহ্যবাহী প্রতিমা। এ বছর দুর্গাপুরে অন্যতম আকর্ষণ হতে চলেছে। অর্ধশতাব্দীর গৌরবময় ইতিহাসকে সঙ্গে নিয়ে নতুন অধ্যায়ের শুরু করল অভিযান ক্লাব। এখন দুর্গাপুরবাসীর অপেক্ষা কালীপুজোর মহোৎসবে সামিল হওয়া।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts